স্মৃতি-জেমাইমা তেইশের WPL এর সবচেয়ে দামি ৫ ক্রিকেটার

29 November 2023

WPL এর প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। চব্বিশের WPL নিলাম আসন্ন। তার আগে জেনে নিন তেইশের WPL এর সবচেয়ে দামি ক্রিকেটার কারা। 

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দামে ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে (৩.৪০ কোটি টাকা) নিয়েছিল আরসিবি।

স্মৃতির পর তেইশের WPLএ সবচেয়ে বেশি টাকায় (৩.২০ কোটি টাকা) গুজরাট জায়ান্টস নিয়েছিল অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে।

স্মৃতি এবং অ্যাশলের পর ন্যাট সেভিয়ার ব্রান্ট ছিলেন তেইশের উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল ৩.২০ কোটি টাকায়।

তেইশের উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দর পাওয়া চতুর্থ ক্রিকেটার ভারতের দীপ্তি শর্মা। ইউপি ওয়ারিয়র্স তাঁকে ২.৬০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। 

ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজও প্রথম WPLএ বেশি টাকা পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। তাঁকে ২.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

হেইলি ম্যাথিউস ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি WPL-2023 চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন।

দিল্লি ক্যাপিটালসকে তেইশের ডব্লিউপিএলে নেতৃত্ব দিয়েছিলেন মেগ ল্যানিং। তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার (৯ ম্যাচে ৩৪৫ কান)।