Asia Cup 2023

এশিয়া কাপের খুঁটিনাটি

30 August 2023

Pic credit -   Instagram

Asia Cup 2023

৩০ অগস্ট, অর্থাৎ আজ বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই উপমহাদেশীয় টুর্নামেন্টকে। গোটা ক্রিকেট জগতের নজর সেদিকেই

Dasun Shanaka

এশিয়া কাপের গতবারের চ্যাম্পিয়ন টিম হল শ্রীলঙ্কা। ২২ গজে দাসুন শনাকাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল এশিয়া কাপ। খেতাব ধরে রাখতে মরিয়া লঙ্কা টিম

Virat Kohli

২০২৩ সালের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। মূল আয়োজক পাকিস্তান। সহ আয়োজক দেশ হল শ্রীলঙ্কা। ভারতীয় দল তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়

এশিয়া কাপে মেন ইন ব্লু অভিযান শুরু করছে ২ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি

এ বারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলা হবে পাকিস্তান ও নেপালের মধ্যে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে ম্যাচ। তার আগে গ্র্যান্ড ওপেনিং সেরিমনির আয়োজন করা হয়েছে

মোট ৬টি টিম নিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। দুটি গ্রুপে তিনটি করে দল। গ্রুপ স্টেজে দুটি করে ম্যাচ খেলবে টিমগুলি। এরপর সুপার ফোর স্টেজ হয়ে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচ 

গতবছর ২০ ফরম্যাটে হযেছিল এশিয়া কাপ। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের টুর্নামেন্ট ৫০ ওভারের। দুই ফরম্যাটে শ্রীলঙ্কা ৬ বার জিতেছে এশিয়া কাপ

এশিয়া কাপে ভারতের মতো সফল টিম আর নেই। মোট আটবার টুর্নামেন্ট জয়ের নজির রয়েছে ভারতের। রোহিত শর্মারা এ বারও টুর্নামেন্টের ফেভারিট টিম