ipl auction

কোথায় কখন আইপিএলের নিলাম? রইল বিস্তারিত

08 December 2023

ipl (2)

বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই হবে আইপিএল ২০২৪।

ইতিমধ্যেই তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। এই মাসেই রয়েছেন নিলাম। এ বার চব্বিশের আইপিএলের নিলাম নিয়ে জেনে নিন বিস্তারিত।

ইতিমধ্যেই তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। এই মাসেই রয়েছেন নিলাম। এ বার চব্বিশের আইপিএলের নিলাম নিয়ে জেনে নিন বিস্তারিত।

নতুন বছরের আইপিএলের মিনি নিলামের আসর বসবে চলতি মাসের ১৯ তারিখ। দুবাইয়তে হবে নিলাম।

নতুন বছরের আইপিএলের মিনি নিলামের আসর বসবে চলতি মাসের ১৯ তারিখ। দুবাইয়তে হবে নিলাম।

দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে আইপিএল ২০২৪-এর নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের।

ইতিমধ্যেই নিলামের জন্য ১১৬৬ জন ক্রিকেটারের তালিকা পাঠানো হয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির তরফে।

৭৭ টি আসন ফাঁকা রয়েছে। তার মধ্যে ৩০ জায়গা রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। সেই মতোই নিলাম হবে।

 ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে নিলামে মোট ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে। ইতিমধ্যেই তারকাদের ছেড়ে পার্স খালি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঠিক তেমনই কিছু তারকাদের ধরেও রেখেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। এ বার সাধ্যমতো নিলামে দল গুছিয়ে নিতে চাইবে তারা।