11 December 2023
আইপিএলের শুরুটা ঠিক কেমন ছিল?
credit: X
TV9 Bangla
ক্রিকেটে আইপিএলের জনপ্রিয়তা কম নয়। ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই।
আইপিএল চলাকালীন সন্ধে হলেই টিভির সামন বসে পড়েন ফ্যানেরা। চায়ের আড্ডা থেকে বাস, ট্রাম সর্বত্রই একটাই আলোচনা, আইপিএল।
২০০৮ সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারপর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় ক্রিকেটের এই টুর্নামেন্ট।
ফের নতুন বছরে আসতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৯ তারিখ বসমে মিনি নিলামের আসর।
এই আবহে জেনে নিন, আইপিএলের শুরু কীভাবে? আইপিএলের মঞ্চে প্রথম বল করেছিলেন কে? প্রথম ব্যাটই বা চালিয়েছিলেন কে?
আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে কে প্রথম খেলেছিলেন?
আইপিএলের প্রথম ডেলিভারি করেছিলেন প্রবীন কুমার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বলটা করেন তিনি।
তাঁর ডেলিভারির মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় কেকেআরের অধিনায়ক ছিলেন মহারাজা।
আইপিএলে প্রথম রানের খাতা খুলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কেকেআরের জার্সিতে আইপিএলে অভিষেক হয় এই তারকার।
আরও পড়ুন