বালুশিল্পে মহম্মদ সিরাজকে শ্রদ্ধা বালোচের শিল্পীর
19 September 2023
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের হিরো তিনি।
দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই মহম্মদ সিরাজ তুলে নিয়েছিলেন ৬ উইকেট। যা নিয়ে দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীরা আলোচনা করছেন।
এ বার এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের অনবদ্য পারফরম্যান্সের জন্য সুদূর বালোচিস্তান থেকে এল ভালোবাসা।
বালোচিস্তানের বালিতে মহম্মদ সিরাজের এক সুন্দর স্যান্ড আর্ট ফুটিয়ে তুলেছেন সেখানকার এক জনপ্রিয় স্যান্ড আর্ট শিল্পী।
মহম্মদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্যান্ড আর্ট বানিয়েছেন। এমনটাই ইন্সটাগ্রামে জানিয়েছেন বালোচের ওই শিল্পী।
ইনি সমীর শওকাত। এই স্যান্ড আর্টিস্ট বালোচিস্তানে ভারতের পেসার মহম্মদ সিরাজের নজরকাড়া বালুশিল্প ফুটিয়ে তুলেছেন।
বালোচ থেকে বালিতে এর আগে ভালোবাসা পেয়েছিলেন বিরাট। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহম্মদ সিরাজের এই অসাধারণ স্যান্ড আর্টের ভিডিয়ো।
ওয়ান ডে বিশ্বকাপের আগে এ বার মহম্মদ সিরাজকে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পারফর্ম করতে।
খেলার আরও ওয়েব স্টোরি