ওডিআইয়ের মঞ্চে কতবার অজিদের কাছে হেরেছে আফগানরা?
07 November 2023
জমে উঠেছে তেইশের বিশ্বকাপ। এ বার ৩৯ তম ম্যাচে মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান
অস্ট্রেলিয়া-আফগানিস্তান দ্বৈরথের আগে একবার চোখ বুলিয়ে নিন অতীতে ওডিআইতে কতবার মুখোমুখি হয়েছে দুই দল? কে জিতেছে কতবার?
অতীতে ওডিআইয়ের মঞ্চে মোট দু'বার মুখোমুখি হয়েছে দুই দল। আর এতে সাফল্যের খাতা খুলতেই পারেনি আফগানিস্তান
তিন ম্যাচের তিনটিতেই জেতে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে তাই আফগানিস্তানেরন কাছে সুযোগ থাকবে অতীতের বদলা নেওয়া
প্রথম ২০১২ সালে শারজাতে আফগানদের হারায় অস্ট্রেলিয়া। সে বার ৬৬ রানের ব্যবধানে জিতেছিল অজিরা
এরপর আফগানদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সাফল্য পার্থ বিশ্বকাপে। সে বার আফগানদের ২৭৫ রানের ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া
তেইশের বিশ্বকাপের আগে পর্যন্ত ওডিআইতে এটাই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়। চলতি বিশ্বকাপে ডাচদের ৩০৯ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে অজিরাই
এরপর ২০১৯ সালে ব্রিস্টল বিশ্বকাপেও জয় পায় অজিরা। আফগানদের ৭ উইকেটে হারিয়ে দেয় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া
আরও পড়ুন