হায়দরাবাদকে ভালোবাসা ফিরিয়ে দিল বাবর আজমরা

11 October 2023

গত মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাবার আজমের পাকিস্তান। শ্রীলঙ্কার ৬ উইকেট নেন বাবররা

খেলা শেষে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ কর্মীদের দলের জার্সি উপহার দিলেন পাক অধিনায়ক বাবর আজম

 হায়দরাবাদে শেষ ম্যাচ খেলার পর মাঠ কর্মীদের ধন্যবাদ জানিয়েই এই উপহার দেন বাবর। শুধু তাই-ই নয় সকল কর্মীদের সঙ্গে ছবিও তোলেন

বাবরের পাশাপাশি  দলের আরও প্লেয়ার হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, হাসান আলিরাও মাঠের কর্মীদের সঙ্গে ছবি তোলেন

হায়দরাবাদেই পাকিস্তান বিশ্বকাপের প্রথম দু'টি ম্যাচ খেলেছে। প্রথমে নেদারল্য়ান্ডস ও পরে শ্রীলঙ্কার মুখোমুখি হয় তারা

হায়দরাবাদ তাদের ভালো লেগেছে। বিশেষ করে হায়দরাবাদি বিরিয়ানি খেয়ে বেশ খুশি পাক ক্রিকেটাররা। এ বার শহর ছাড়ার আগে তাই ভালোবাসা ফিরিয়ে দিয়ে গেলেন তাঁরা

এ বার তাঁদের পরবর্তী গন্তব্য় আহমেদাবাদ। সেখানে ১৪ অক্টোবর ভারতের মুখোমুখি হবে তাঁরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা