20  December 2023

গিলকে সরিয়ে সিংহাসন ফিরে পেলেন বাবর আজম

Credit - X

TV9 Bangla

এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন পাকিস্তান দল। সেখানে অজিদের বিরুদ্ধে টেস্ট খেলছে গ্রিন আর্মিরা।

প্রথম টেস্টেই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ওডিআই বিশ্বকাপেও হতাশাজনক পারফরম্যান্স পাক দলের।

বিশ্বকাপে এত খারাপ পারফরম্যান্স আগে দেখা যায়নি পাকিস্তানের। একরাশ আক্ষেপ ও হতাশা নিয়েই দেশে ফিরেছে গ্রিন আর্মি।

তবে এ বার পাকিস্তানের জন্য খুশির খবর। অধিনায়কত্ব হাতছাড়া হলেও আইসিসির সেরার ক্রমতালিকায়  শীর্ষে পৌঁছেছেন বাবর।

আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন গিল। তবে এ বার গিলকে সরিয়ে সেই জায়গা দখন করেছেন বাবর।

এই মুহূর্তে যদিও পাকিস্তান কোনো ওয়ানডে সিরিজ খেলেনি। তবুও বাবর শীর্ষস্থানে উঠেছেন গিলের খারাপ পারফরম্যান্সের কারণে।

ভারত এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। যেখানে তিনটি ওয়ানডে, সমান সংখ্যক টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ ফল করতে ব্যর্থ হওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছেন গিল। এতে করে সুবিধা হয়েছে বাবর আজমের।