18 December 2023

যুব এশিয়া কাপ ফাইনালে মরুশহরে টাইগার্স ম্যাজিক

Credit - Bangladesh Cricket X

TV9 Bangla

মরুশহরে টাইগার্সদের হুঙ্কার। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ছাপ ফেলল বাংলাদেশ। এই প্রথম বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে মাহফুজুর রমহান রাব্বির বাংলাদেশ হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে। 

দুবাইতে হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতেছিল সংযুক্ত আরব আমিরশাহি।

প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে বাংলাদেশ। দুরন্ত সেঞ্চুরি করেন ওপেনার আশিকুর রহমান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হলে সংযুক্ত আরব আমিরশাহিকে তুলতে হত ২৮৩ রান।

আমিরশাহির দুই ক্রিকেটার (অক্ষত ও ধ্রুব) ছাড়া আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। যার ফলে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরশাহি। 

যুব এশিয়া কাপ ফাইনালে মারুফ মৃধা, রোহানাত দৌল্লা ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইকবাল ও পারভেজ।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ১৪৯ বলে ১২৯ রান করা বাংলাদেশের ওপেনার আশিকুর রহমান ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।