বিগ বি, মাস্টার ব্লাস্টারের পর বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন থালাইভা

19 September 2023

দরজায় কড়া নাড়ছে ওডিআই বিশ্বকাপ। এশিয়া কাপ শেষ হওয়ার পর থেকে ভারতের ক্রিকেট প্রেমীদের বিশ্বকাপ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

৫ অক্টোবর ভারতের মাটিতে আইসিসি ওডিআই বিশ্বকাপের পর্দা উঠবে। এ বারের বিশ্বকাপ নিয়ে ভারতীয় সমর্থকরা একটু বেশি উচ্ছ্বসিত।

দীর্ঘ ১২ বছর বিশ্বকাপ ট্রফি আসেনি ভারতে। তাই এ বার ঘরের মাঠে সমর্থকদের একমাত্র আবদার বিশ্বকাপের সোনালি ট্রফি আসুক ভারতে।

বিশ্বকাপের ট্রফি টুরের সময় টিম ইন্ডিয়ার সমর্থকরা বিভিন্ন সময় বলেছেন, এ বার বিশ্বকাপ উঠুক রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতে।

এ বার আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট পেলেন সুপারস্টার রজনীকান্ত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তাঁর হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন।

এর আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সর্বপ্রথম বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে তুলে দিয়েছিলেন ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট।

আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট পাওয়া দ্বিতীয় বিশিষ্ট ব্যক্তি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

বিশ্বকাপের গোল্ডেন টিকিট কী? যে ব্যক্তির কাছে এই টিকিট থাকবে, তিনি এ বারের বিশ্বকাপের প্রতিটি ভেনুতে গিয়ে সবক'টি ম্যাচ দেখতে পারবেন।