e ওয়াংখেড়ের মাঠে ভারতকে টেস্ট জিতিয়েছেন কোন ভারতীয় অধিনায়করা? – TV9Bangla

24  December 2023

ওয়াংখেড়ের মাঠে ভারতকে টেস্ট জিতিয়েছেন কোন ভারতীয় অধিনায়করা?

Credit - X

TV9 Bangla

ঈশ্বরের খাসতালুক হিসেবেই পরিচিত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই মাঠে খেলেই বেড়ে উঠেছেন সচিন তেন্ডুলকর।

এই মাঠও সচিনকে চিরদিনের জন্য সেখানেই রেখে দিতে চায়। তাই সচিনের মূর্তি তৈরি করা হয়েছে ওয়াংখেড়েতে।

ওয়াংখেড়ের এই পিচ অনেক মুহূর্তের সাক্ষী। অনেক ওঠাপড়া দেখেছে এই মাঠ। এই পিচ সাক্ষী থেকেছে বহু জয়ের মুহূর্তের।

আজ, এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জিতেছে ভারতের মহিলা দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে জয় পেয়েছে ভারত।

২০২১ সালের ৩রা ডিসেম্বর ওয়াংখেড়েতে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্ব এই সিরিজ জিতেছিল ভারত।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল ভারত। রাহুল দ্রাবিড়ের নেতত্ব এই সিরিজ জেতে ভারত।

ওয়াংখেড়েতে দলকে টেস্ট জিতিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এ ছাড়া  এই মাঠে ভারতকে টেস্ট জিতিয়েছেন বিষেণ সিং বেদী।

মহম্মদ আজারউদ্দিনও ওয়াংখেড়ের মাঠে ভারতকে টেস্ট জেতান। সুনীল গাভাসকরও টেস্টে দলকে সাফল্য এনে দিয়েছেন।

২০২৩ সালের শেষটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য ভালোই হল। পর পর দু'টি টেস্ট ম্যাচ জিতল হরমনপ্রীত কৌরের ভারত।