আইপিএলে জার্সি বদল করলেন কোন অধিনায়করা?

27 November 2023

শুরু হয়ে গিয়েছে নতুন বছরের আইপিএলের প্রস্তুতি। পরের মাসে দুবাইয়ে বসবে নিলামের আসর। তার আগে পার্স ভারী করার সুযোগ এসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে

নিলামের আগে পার্স খালি করে নতুন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে। সেই মতোই আজ চুড়ান্ত তালিকা পেশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো

কোন ক্রিকেটারদের রাখতে চায় দল, আর কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিয়েছে দলগুলি। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন হার্দিক পান্ডিয়া

হার্দিকের মতো এমন আরও দুই অধিনায়ক রয়েছেন যাঁরা আইপিএলে জার্সি বদল করেছেন। আসুন জেনে নেওয়া যাক কোন-কোন ক্যাপ্টেনরা রয়েছেন দল বদলের তালিকায়...

২০২২ সালে গুজরাটের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শুরুতেই তাঁর নেতৃত্বে সাফল্য পায় গুজরাট

হার্দিকের ছোঁয়ায় সোনা ফলেছে গুজরাট টাইটান্সের ঘরে। তবে এ বার মুম্বইয়ের জার্সিতে আইপিএলের মঞ্চ কাঁপাবেন হার্দিক

 হার্দিকের পরে এই তালিকায় রয়েছে অজিঙ্ক রাহানে। ২০১১ সাল থেকে রাজস্থান রয়্যালসের সঙ্গে যাত্রা শুরু করে রাহানে

রাহানের নেতৃত্বে নতুন ধারার ক্রিকেট উপহার দিয়েছে রাজস্থান রয়্যালস।  তবে তারপর ঘর ছেড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসে চলে যান তিনি

দুই মরসুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছে ভারতের ভরসাযোগ্য স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তারপর পঞ্জাব ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যান অশ্বিন