আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ৫ ক্রিকেটার
06 December 2023
সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে ক্রিকেটের গ্র্যান্ড ইভেন্ট আইপিএল ২০২৪। যাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
ইতিমধ্যেই ক্রিকেটের কোটিপতি লিগের তোরজোর শুরু হয়ে গিয়েছে। ইচ্ছেমতো দল সাজিয়ে নেওয়ার সুযোগ এসেছে ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে।
এ বার ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। তার আগে জেনে নিন আইপিএলের ইতিহাসে বিক্রি হওয়া পাঁচজন দামি ক্রিকেটারের সম্পর্কে।
২০২৩ আইপিএলে ১৮.০৫ কোটি টাকা দিয়ে স্যাম করণকে কিনেছিল পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এটাই সর্বাধিক দর।
এরপরে এই তালিকায় রয়েছেন ক্যামেরন গ্রিন। ২০২৩ মরসুমে ১৭.০৫ কোটি দিয়ে অজি তারকাকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
ইংরেজ তারকা বেন স্টোকসের জন্য ১৬.২৫ কোটি ব্যায় করেছিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।
নিলামে এই একই অর্থ ব্যায় করে ক্রিস মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে যতটা দর উঠেছিল সেই অনুযায়ী পারফরম্যান্স পাওয়া যায়নি।
২০২১ সালে নিকোলাস পুরাণকে মোটা টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। নিলামে ১৬ কোটি টাকায় তাঁকে কিনেছিল এই ফ্র্য়াঞ্চাইজি।
আরও পড়ুন