বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দলের হয়ে নজর কাড়তে পারেন কোন তারকারা?
05 October 2023
কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে দুই দলের নজরে কাঁরা?
প্রথমেই নজরে থাকছেন থ্রি লায়ন্সের বেন স্টোকস। ভারতের মাটিতে তিনি বরাবরই ভালো খেলেন। বহুদিনের অভিজ্ঞতা। যে কোনও টিমের কাছেই তিনি ভয়ের কারণ
ইংল্যান্ডের ডেভিড মালানও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঘরের মাঠেই সম্প্রতি দারুণ লড়াই করেছেন তিনি। বিশ্বকাপেও জায়গা পাকা করে নিয়েছেন
এছাড়া নজরে থাকবেন অধিনায়ক জস বাটলার। তাঁর উপর বাড়তি চাপ তো থাকবেই। তিনিই পথ দেখাবেন থ্রি লায়ন্সদের
লেগ স্পিনারের প্রতি অনেকসময়ই প্লেয়াররা বেশি অ্যাটাকিং হতে গিয়ে উইকেট দিয়ে ফেলেন। বড় স্টেডিয়ামে ভর্তি লোকের মাঝে এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে আদিল রশিদের জন্য
কিউয়িদের ট্রেন্ট বোল্ড যেকোনও বলেই মারাত্মক হতে পারেন। ইন সুইং, আউট সুইং দুই-ই দারুণ তাঁর। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে অনেক
আরও রয়েছেন ড্যারেল মিচেল। শেষ কয়েক বছরের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। যে কোনও সময় ব্যাট হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারেন তিনি। ফিল্ডিংও মারাত্মক
এবারের ম্য়াচের সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন উইলিয়াম ইয়ং। ওপেনিং ব্যাটার হিসেবে নজর কাড়তে পারেন তিনি। খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও তাঁর উপর আশা রাখছে কিউয়ি শিবির