বহু আলোচিত ২০০৩ বিশ্বকাপ ফাইনালে কেমন খেলেছিল ভারত?

18 November 2023

ভারত-অস্ট্রেলিয়া কফাইনালে উঠতেই আলোচনায় ২০০৩ বিশ্বকাপ। কারণ ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হেরেছিল ভারত

কেমন ছিল সেই ফাইনাল ম্যাচ? দুই দলের হয়ে নজর কেড়েছিলনে কোন তারকারা? বিশ্বকাপ ফাইনালের আগে চোখ বুলিয়ে নিন এক বার...

 ২৩ মার্চ জোহানেসবার্গের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সে বার ভারতকে ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া

অজিদের হয়ে সর্বাধিক রান করেছিলেন রিকি পন্টিং। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন

৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে  ১২১ বলে ১৪০ রান করেন রিকি। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি

অজিদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন  ড্যামিয়েন মার্টিন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন

হাফ সেঞ্চুরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৫৭ রান করেন তিনি

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ৫২ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ব্রেট লি ও অ্যান্ড্রু সাইমন্ডস। ১টি করে উইকেট নেন ব্র্যাড হগ ও অ্যান্ডি বিচেল

 রান তাড়া করতে নেমে  ৩৯.২ ওভারে ২৩৪ রানে অল-আউট হয়ে যায় ভারত। শুরু থেকে প্রায় একাই লড়াই চালিয়ে যান বীরেন্দ্র সেওয়াগ

১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮১ বলে ৮২ রান করে ফেরেন সেওয়াগ। ৫৭ বলে ৪৭ রান করেন রাহুল দ্রাবিড়

 ২৫ বলে ২৪ রান করেন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন তেন্ডুলকর ৪, দীনেশ মোঙ্গিয়া ১২, হরভজন সিং ৭, জাহির খান ৪, জাভাগল শ্রীনাথ ১ রান করেন

 ভারতের হয়ে ৮ ওভারে ৪৯ রান খরচ করে ২টি উইেকট তুলে নিয়েছিলেন হরভজন সিং। গিলক্রিস্ট ও হেডেনকে ফেরান ভজ্জি