মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, নজরে কোন তারকারা?
06 November 2023
দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষে এলে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ। এ বার চলতি বিশ্বকাপের ৩৮ তম ম্য়াচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা
দুই দলেরই তেইশের বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ হয়েছে। তবে নিয়মরক্ষার ম্যাচে সোমবার মুখোমুখি হবে দুই দল। দুই শিবিরের হয়ে নজরে থাকবেন কোন তারকারা?
বাংলাদেশের হয়ে নজর থাকবে মাহমুদউল্লাহ রিয়াদ। শুরু থেকেই দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছেন তিনি। এই ম্যাচেও তার অন্যথা হবে না
এরপরই নজরে থাকবেন লিটন দাস। চলতি বিশ্বকাপে ফর্মে রয়েছেন লিটন। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির দোরগোড়া থেকে ফেরেন
টাইগারদের হয়ে নজরে থাকবেন মেহেদি হাসান মিরাজ। আগের ম্য়াচে পাকিস্তানের তিন উইকেট নেন। লঙ্কনাদের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন
লঙ্কানদের হয়ে নজরে থাকবেন পাথুম নিশঙ্কার দিকে। শুরু থেকেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। আগের ম্যাচে শূন্য হাতে ফেরেন। তার বদলা নিতে নামবেন
নজরে থাকবেন অধিনয়াক কুশল মেন্ডিস। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দেবেন
অবশ্যই নজরে থাকবেন দিলশন মধুশঙ্কা। আগের ম্যাচে ভারতের ৫ উইকেট নেন। টাইগারদের ভয়ের কারণ হতে পারেন
আরও পড়ুন