ওডিআইতে কতবার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার? 

06 November 2023

সোমবারের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  দুই দলেরই তেইশের বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন শেষ

সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ

অন্যদিকে সাত ম্যাচের দু'টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে  শেষের দিকে সাত নম্বরে জায়গা হয়েছে লঙ্কানদের

অতীতে ওডিআইয়ের ময়দানে কতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা? কে জিতেছে কতবার? চোখ বুলিয়ে নিন এক বার

অতীতে ওডিআই ফরম্য়াটে মোট ৫৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্য়ে ৪২ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশের সাফল্য মাত্র ৯ টি

বাকি দুই ম্য়াচ অমীমাংসিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের সর্বাধিক রান ৩২৪। অন্যদিকে টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান ৩৫৭

ওডিআই ফরম্য়টে ৫৩ ম্যাচের ৫ বার প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ। আর ২৩ বার  আগে ব্যাট হাতে নেমেছে লঙ্কানরা

বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ফরম্য়াটে সর্বাধিক রান করেছেন মুশফিকুর রহিম ১০৬২। টাইগারদের বিরুদ্ধে ওডিআইতে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে কুমার সাঙ্গারকারার (১২০৬) রান