সদ্য শেষ হওয়া বিশ্বকাপে এক কথায় আগুন ঝরিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অনেকেই হয়তো জনেন না যে ম্যাক্সি ভারতের জামাই। কীভাবে ভারতীয় নারীর প্রেমে মজেছিলেম ম্যাক্সি?
গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রীর নাম ভিনি রমন। তিনি অস্ট্রেলিয়ার হলেও তাঁর শিকড় ভারতের তামিলনাড়ু। কীভাবে শুরু হয় প্রেম?
ম্যাক্সওয়েল এবং ভিনি রমন ২০২২ সালের মার্চ মাসে বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে দুজনের বাগদান হয়, কিন্তু করোনার কারণে দুজনকেই বিয়ের জন্য দুই বছর অপেক্ষা করতে হয়।
ভিনি রমনের জন্ম এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। সেখান থেকে তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করেন এবং ফার্মাসিস্ট হিসেবে কাজ শুরু করেন।
ভিনি রমন সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে তিনি এবং ম্যাক্সওয়েল ২০১৩ সালে একটি ইভেন্টে দেখা করেছিলেন। ওটাই ছিল প্রথম দেখা
ম্যাক্সওয়েল প্রথম দর্শনেই ভিনি রমনের প্রেমে পড়েছিলেন। ভিনির মতে, ম্যাক্সওয়েল তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।
চার বছর একে অপরকে ডেট করার পর, ২০১৭ সালে, ভিনি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সওয়েলের সঙ্গে ছবি শেয়ার করেন। ২০২২ সালে খ্রিস্টান ও হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা।
ম্যাক্সওয়েল ও ভিনির ছবি মিডিয়ায় আসার পর থেকে প্রায়ই খবরে থাকত এই জুটি। এ বছর এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।