বিরাটের সঙ্গে ঝামেলা, ২ বার জয়, কেকেআরে কেমন ছিল গম্ভীরের দিনগুলো?
23 November 2023
আবারও ছ’বছর পরে কলকাতা দলে ফিরছেন গৌতম গম্ভীর। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন কেকেআরের অধিনায়ক।
দু’বার আইপিএল জিতেছেন। সেই প্রাক্তন তারকাকে মেন্টর করে নিয়ে এল কেকেআর। তবে এ বার ক্রিকটার হিসেবে নয় ফিরছেন মেন্টর হিসেবে।
কেমন ছিল গম্ভীরের কেকেআরের সফর? এর আগে কেকেআরে থাকার সময় কী কী ঘটনা রয়েছে তাঁর কেরিয়ারে? চোখ বুলিয়ে নিন এক বার।
২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই আইপিএলের মঞ্চে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
দু'বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, সব মিলিয়ে পাঁচবার আইপিএলের প্লেঅফে জায়গা করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
গতবার আইপিএলে ব্যর্থ হওয়ার পর থেকেই গোতম গম্ভীরের নাইট রাইডার্সে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। ফের একবার নাইট শিবরে প্রত্যাবর্তন হল কলকাতা নাইট রাইডার্সের।
কেকেআর-আরসিবি ম্যাচের সময় বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান গম্ভীর। দু’জনেই দুই দলের অধিনায়ক ছিলেন। RCB-র ব্যাটিংয়ের সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সতীর্থরা এগিয়ে এসে দু’জন সরিয়ে নিয়ে যান।
এরপর ২০১৬ সালে ফের একই ঘটনা। কেকেআর বনাম আরসিবি ম্যাচে ইডেন গার্ডেন্সে গম্ভীর বিরাটের দিকে আক্রমণাত্মক হয়ে যান। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।