15 December 2023
জাতীয় দলে কীভাবে জার্সি বাছাই হয়?
credit: @yuzi_chahal X
TV9 Bangla
ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। ধোনির ৭ নম্বর জার্সির অধিকার আর কারও নয়,জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।
ধোনির ৭ নম্বর জার্সির অবসর ঘোষণা করতে চলেছে বিসিসিআই। ঠিক যেমনটা করা হয়েছিল সচিন তেন্ডুলকরের জার্সির সঙ্গে।
নতুন বা দলে উপস্থিত কেউ এমএসের ৭ নম্বর জার্সির জন্য আবেদন করতে পারবে না বলে জানানো হয়।
ভারতীয় দলের এই মুহূর্তে ৬০ টি নম্বরের জার্সি রয়েছে। নতুনদের তার মধ্যে ৩০ নম্বরের মধ্যে জার্সি বেছে নিতে হবে।
এই আবহে জেনে নিন ভারতীয় দলে কীভাবে জার্সি বাছাই করা হয়। কী তার নিয়ম? রইল বিস্তারিত...
আইসিসির নিয়ম অনুযায়ী, বোর্ড ১-১০০ পর্যন্ত নম্বরের তালিকা দেয় ক্রিকেটারদের। সেখান থেকে পছন্দের নম্বর।
সেই নম্বর যদি আগে থেকই দখলে থাকে তবে তা নেওয়া যায় না। কিন্তু অতীতে এই জার্সি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
হরভজন সিংয়ের জার্সি নম্বর ছিল ৩। সুরেশ রায়নারও একই জার্সি নম্বর হয়। কিন্তু দু'জনে একসঙ্গে খেললে রায়নাকে জার্সি বদল করতে হত ভজ্জি সিনিয়র বলে।
আরও পড়ুন