বিগত কিছু বছর ধরে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন লোকেশ রাহুল। সব রকম পজিশনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন রাহুল। তার আগে তাঁর নেতৃত্বেই প্রোটিয়াদে বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছে ভারত।
যে কোনও পজিশনেই সোনা ফলাচ্ছের লোকেশ। ভারতের অন্যতম ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার এখন তিনি।
লোকেশের আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউড তারকা সুনীল শেট্টির জামাই। আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন তিনি।
ধীরে ধীরে সকলের প্রিয় হয়ে উঠছেন রাহুল। রোহিত শর্মাও তাঁকে বেশ ভরসা করেন। যাঁকে নিয়ে এত আলোচনা সেই রাহুলের পড়াশোনা কতদূর তা জানেন?
এনআইটিকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন রাহুল। তারপর বাণিজ্যবিভাগে পড়াশোনা শুরু করেন।
ম্যাঙ্গালোরের সেন্ট অ্যাসয়সিয়স কলেজ থেরে বি.কম পাশ করেছিলেন তিনি। এরপর পুরোপুরি ক্রিকেটে মন দেন।
শিক্ষিত পরিবারের ছেলে তিনি। বাবা-মা দুজনেই শিক্ষক। তাঁরা চেয়েছিলেন ছেলে বড় হয়ে পড়শোনা নিয়েই থাকুক। তবে রাহুল তা চাননি। তাঁর স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। সেই স্বপ্নের পিছনেই ছুটতে থাকেন তিনি। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়।