21 December 2023
আইপিএলের সব মরসুমের সবচেয়ে দামি প্লেয়ার কারা?
Credit -
X
TV9 Bangla
এ বারের আইপিএলের নিলাম ভেঙে দিয়েছে সব রেকর্ড। ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর। এই আবহে জেনে নিন বিগত মরসুমের সবচেয়ে দাম দিয়ে কোন প্লেয়ারদের কেনা হয়েছিল।
২০০৮ সালে ৯.৫ কোটি টাকায় ধোনিকে কিনেছিল সিএসকে। ২০০৯ সালে ৯.৮ কোটি টাকা দিয়ে কেভিন পিটারসনকে কিনেছিল আরসিবি।
২০১০ সালের সবচেয়ে দামি প্লেয়ার হার্দিক পান্ডিয়া। ২০১১ সালে গৌতম গম্ভীরকে ১৪.৯ কোটি টাকায় কিনেছিল কেকেআর।
২০১২ সালের সবচেয়ে দামি প্লেয়ার রবীন্দ্র জাডেজা। তাঁকে ১২.৮ কোটিতে কিনেছিল চেন্নাই। ২০১৩ সালে ৬.৩ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল MI।
২০১৪ মরসুমে ১৪ কোটি টাকায় যুবরাজ সিংকে কিনেছিল আরসিবি। ২০১৫ সালে ১৫ কোটির বিনিময়ে তাঁকে দলে নেয় DC।
২০১৬ সালে শেন ওয়াটসনকে ৯.৫ কোটি টাকায় কিনেছিল আরসিবি। ২০১৭ সালে বেন স্টোকসকে ১৪.৫ কোটিতে কিনেছিল পুনে। পরের বছর ১২,৫ কোটিতে তাঁকে কিনে নেয় রাজস্থান।
২০১৯ সালের দামি প্লেয়ার বরুণ চক্রবর্তী (৮.৪, পঞ্জাব কিংস)। ২০২০ সালে প্যাট কামিন্সকে ১৫.৫ কোটিতে কিনেছিল কেকেআর।
২০২১ সালে ক্রিস মরিসকে ১৬.২৫ কোটিতে কিনেছিল রাজস্থান। ২০২২ সালে ঈশান কিষাণকে ১৫.২৫ কোটির বিনিময়ে কেনে মুম্বই।
২০২৩ মরসুমে স্যাম কারানকে ১৮.৫ কোটি দিয়ে কিনেছিল পঞ্জাব। স্টার্কের আগে তিনিই এতদিন আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন।
আরও পড়ুন