পকেটে কত টাকা নিয়ে নিলামে নামবে আইপিএল দলগুলি?

27 November 2023

আৃইপিএলের প্রস্তুতি শুরু। পরের মাসেই বসবে নিলামের আসর। তার আগে নিলামে মন মতো দল সাজাতে পার্স ফাঁকী করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে

কাকে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো ও কাকে রিলিজ করবে তা জানিয়ে দেওয়া সময় ছিল রবিবার পর্যন্ত। নিয়মমেনে দলগুলি তাদের চুড়ান্ত তালিকা পেশ করেছে

নতুন করে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরগুলি। তারপর নিলামের আগে কত টাকা রয়েছে কোন ফ্র্যাঞ্চাইজির পকেটে? এক বার দেখে নেওয়া যাক...

সবচেয়ে বেশি টাকা রয়েছে রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পকেটে। ৪০.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে আরসিবি

বিরাটের আরসিবির পরে এই তালিকায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ফ্র্যাঞ্জাইজির পার্সে রয়েছে ৩৪ কোটি টাকা। গত মরসুমে নেওয়া সবচেয়ে দামি প্লেয়ার হ্যারি ব্রুককে ছেড়েছে তারা

 ৩২.০৭ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাসকে রিলিজ করেছে কেকেআর

ধোনির দল চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৩১.০৪ কোটি টাকা। এ বার নিলামে নতুন তারকাদের দলে টানবে ধোনির সিএসকে

পঞ্জাব কিংসের পকেটে রয়েছে ২৯.০১ কোটি টাকা। এই টাকা নিয়ে নিলাম ঘরে বসবে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দল দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা। মনীশ পাণ্ডে ও সরফরাজ খানকে ছেড়েছে এই দল। চোটের কারণে গত বার পাওয়া যায়নি ঋষভ পন্থকে। তবে এ বার তাঁকে দলে রেখেছে দিল্লি

নীতা আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্সের পার্সে রয়েছে ১৫.২৫ কোটি টাকা। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে ধরে রাখল এমআই

রাজস্থান রয়্যালসের পকেটে রয়েছে ১৪.০৫ কোটি টাকা। মিনি নিলামে এই টাকার মধ্যে নতুন তারকাদের তুলে আনতে পারবে এই দল

সব তারকাদের ধরে রেখে লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে অনেক কম টাকা। তাদের পকেটে পরে মাত্র ১৩.০৯ কোটি টাকা

গুজরাট টাইটান্সের পকেটে রয়েছে ১৩.৮৫ কোটি টাকা।শ্রীকার ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাংওয়ানদের ছেড়ে দিল গুজরাট