মহারণের আর কয়েক ঘণ্টা বাকি। তারপরই দুবাইয়ের নিলাম ঘরে ভাগ্য নির্ধারণ হবে ৩৩৩ জন ক্রিকেটার। এই আবহে জেনে নিন কোন দল কত টাকা নিয়ে নিলামে নামতে চলেছে...
মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। এই দুই দলের কাছে ৬ ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।
১১ জন ক্রিকেটারকে ছেড়ে ২৮.৯৫ কোটি টাকা পার্সে রাখতে সক্ষম হয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা নিতে পারবে ৯ জন ক্রিকেটারকে।
শুভমন গিলের দল গুজরাট টাইটান্সের হাতে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। এই টাকা দিয়ে তারা ৮ জম ক্রিকেটারকে নিতে পারবে।
শার্দূল ঠাকুর, উমেশ যাদবদের দল থেকে বাদ দিয়েছে নাইটরা। কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। কেকেআর নিতে পারবে ১২ জন তারকাকে।
লখনউ সুপার জায়ান্টস দল বেশি দামী ক্রিকেটার ছাড়েনি ফলে তাদের হাতে রয়েছে ১৩.৯ কোটি টাকা। ওই টাকায় ৬ জনকে নিতে পারবে তারা।
নীতা আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্সের পার্সে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা। ওই টাকা দিয়ে ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে তারা। ৪ জন বিদেশি প্লেয়ারকে নেওয়ার সুযোগ রয়েছে।
পঞ্জাব কিংস খুব বেশি ক্রিকেটার না ছাড়লেও তাদের হাতে আছে ২৯.১ কোটি টাকা। প্রীতির দল নিতে পারবে ৮ জনকে।
বিরাট কোহলির আরসিবির হাতে আছে ২৩.২৫ কোটি টাকা। তারা নিতে পারবে ৬ জনকে। আরও ৬টি জায়গা ফাঁকা রয়েছে। যাতে ৩ জন বিদেশি তারকাকে নিতে পারবে তারা।
রাজস্থান রয়্যালসের পার্সে আছে ১৪.৫ কোটি টাকা। তারা নিতে পারবে ৮ জনকে। যার মধ্যে ৩ জন বিদেশিকে নেওয়া যাবে।
সানরাইজার্স হায়াদ্রাবাদ মোট ৩৪ কোটি টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে। তারা নিতে পারবে ৬ জনকে। চাইলে সেখানে ৩ জন বিদেশিকে নিতে পারবে হায়দ্রাবাদ।