সাফাই কর্মী থেকে জাতীয় দলের সুযোগ, কেমন ছিল রিঙ্কুর  সিংয়ের সফরটা?

27 November 2023

ক্রিকেটে সব সম্ভব। প্রতিটি বল সমান গুরুত্বপূর্ণ। এই অমোঘ প্রবাদটিই বারবার প্রমাণ করছেন কেকেআর তারকা রিঙ্কু সিং।

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে নজর কাড়ছেন রিঙ্কু। শেষের দিকে হাল ধরে দলকে জেতাচ্ছেন এই তরুণ তারকা।

রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্স তাক লাগাচ্ছে। এখন জীবনে সাফল্য আসলেও একসময় বেশ কষ্টে কেটেছে। কেমন ছিল তাঁর ছেলেবেলা?

রিঙ্কুর জন্ম আলিগড়ে। অভাবের সংসারে বেড়ে ওঠা। তাঁর বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন।

পাঁচ ভাইবোন তাঁরা। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। কিন্তু অভাবের সংসারে যা হয়। বাবা চাননি ছেলে ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নিক।

খুব বেশিদূর পড়াশোনা করতে পারেননি রিঙ্কু। সংসারের হাল ধরতে হয় কম বয়সেই। একটি কোচিং সেন্টারে সাফাই কর্মীর কাজে যোগ দেন।

তবে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। ক্রিকেটার হবেনই। রিঙ্কুর ক্রিকেট ভাগ্য ফেরে দুজন মানুষের হাত ধরে।

তাঁরা হলেন তাঁর ছেলেবেলার কোচ মহম্মদ জিশান ও মসুদ আমিন। এরপর ধাপে ধাপে এগিয়ে কেকেআরের জার্সিতে অভিষেক হয় রিঙ্কুর।