বিশ্বকাপ নিয়ে সিডনিতে প্যাট ও স্টার্ক

29 November 2023

বিশ্বকাপ শেষে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। পাঁচদিনের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছে দুই দল

এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলা হয়েছে। যাতে ভারত জিতেছে ২ টি। আর অস্ট্রেলিয়ার সাফল্য একটি। ভারতের জার্সিতে নজর কাড়ছেন রিঙ্কু সিং

আইুপিএসের মঞ্চ থেকে আত্মপ্রকাশ করেন রিঙ্কু। অভিষেকেই জাত চিনিয়েছিলেন। কেকেআরের হয়ে একেকর পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন

অনেক চড়াই-উতরাই পেরিয়ে দেশের জার্সিতে কামাল করছেন এই তরুণ। দিকে-দিকে রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ সকলে

 বয়স কম হলেও বেশ উজ্জ্বল কেরিয়ার রিঙ্কুর। আসুন দেখে নেওয়া যাক রিঙ্কপর টি-টোয়েন্টি কেরিায়ারটা ঠিক কীভাবে সাজানো...

টি-টোয়েন্টি ক্রিকেটে রিঙ্কুর অভিষেক হয় ২০১৪ সালে, উত্তরপ্রদেশ বনাম বিধর্ব ম্যাচ দিয়ে। নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ

ভারতের হয়ে মোট ৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। এই ৭ ম্যাচে তার রানের গড় ১২৮

আন্তর্জাতিক টি-টোয়ন্টিতে এই তারকার স্ট্রাইকরেট চোখে পড়ার মতো। ২১৬.৯৪ স্ট্রাইকরেট তার। যা মুখের কথা নয়

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও দুরন্ত ফর্মে রয়েছে। শেষে নেমেও দলকে ঠিক জয় এনে দিচ্ছেন তিনি। প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ও ভারতকে জেতান