09 December 2023

ডারবানে খালি গায়ে কী করছেন গিল?

credit: instagram

TV9 Bangla

বিশ্বকাপ হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। পুরো টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেও শেষ রক্ষা হয়নি।

ডেঙ্গির কারণে প্রথম দুই ম্যাচ মিস করেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। তবে ফিরে জ্বলে ওঠার চেষ্টা করেন।

বিশ্বকাপের পর অজিদের বিরুদ্ধে পাঁচ দিনের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

এ বার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তিন ফরম্যাট প্রোটিয়াদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে মেন ইন ব্লু।

ইতিমধ্যেই সেই লক্ষ্যে ডারবানে উড়ে গিয়েছে ভারতীয় বিমান। ভারতের হয়ে টি-২০ সিরিজে খেলবেন গিল।

দলের সঙ্গে ডারবানে পৌঁছেছেন তরুণ ওপেনার। এটাই দেশের জার্সিতে গিলের প্রথম দক্ষিণ আফ্রিকা সফর।

টি-২০ সিরিজের আগে লন্ডনে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে শুভমনকে। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে গিলের ভ্যাকেশনের সব ছবি।

এ বার ডারবানের কিংসমেড স্টেডিয়ামে বাথটবে বসে থাকতে দেখা গেল তাঁকে। নিজেই ইনস্টাগ্রামে এই ছবি আপলোড করেছেন তিনি।