২৪ বছর বয়সেই অধিনায়ক! কেমন দেখতে গিলের সাফল্যের ঝুলি?

27 November 2023

বরবার চর্চায় থাকেন ভারতীয় তারকা ওপেনার শুভমন গিল। সে ব্যক্তিগত জীবনই হোক বা কেরিয়ার, আলোতেই থাকতে পছন্দ করেন গিল

টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। আর ওডিআইয়ের মঞ্চে গিলের ডেবিউ ২০১৯ সালে

শুরুতেই জাত চিনিয়েছেন গিল। একের পর দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। গিলের ব্যাটের জাদুতে মুগ্ধ ক্রিকেটমহল

বয়স মাত্র ২৪। কিন্তু এখনই একাধিক সাফল্য এসেছে কেরিয়ারে। জেনে নিন এখনও পর্যন্ত কী-কী সাফল্য এসেছে গিলের ঝুলিতে?

অল্প বয়সেই সাফল্যের চূড়ায় গিল। আইসিসির সেরা ব্যাটারের তালিকায় শীর্ষে জ্বলজ্বল করছে শুভমনের নাম

পাকিস্তানের সদ্য প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও চেজ মাস্টার বিরাট কোহলিকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন গিল

ওডিআইয়ের মঞ্চে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড রয়েছে গিলের দখলে। এ ছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রানের গড়ের বিচারে দ্বিতীয়তে রয়েছেন তিনি

এ বার মাত্র ২৪ বছর বয়সে নেতৃত্ব সামলাবেন। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে পরবর্তী আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন তিনি