কোচ হিসেবে ভারতকে কী কী সাফল্য এনে দিয়েছেন দ্রাবিড়?

24 November 2023

রবি শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২ বছরের চুক্তিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড স্যার হয়েছিলেন তিনি।

 সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। কোচ হিসেবে ভারতীয় টিমে কেমন কেটেছে রাহুলের দুই বছর?

কোচের দায়িত্বে থাকাকালীন বহু ঘটনার সাক্ষী তিনি। তাঁর সময় কী কী সাফল্য পেয়েছে ভারত? চোখ বুলিয়ে নিন এক বার...

দ্রাবিড়ের দায়িত্বে টেস্ট ও ওডিআই দুই ফরম্যাটেই এক নম্বর দল হিসেবে বিবেচিত হয়েছে ভারত। অধিনায়ক হিসেবে অবশ্যই অবদান রয়েছে রোহিত শর্মার।

বছরের শুরুতে ঘরের মাঠে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছিল ভারত। সেই সময়ও হেড কোচের দায়িত্বে ছিলেন দ্রাবিড়।

রাহুলের দায়িত্বে পরিণত ক্রিকেটার রূপে ধরা দেন ভারতীয় ওপেনার শুভমন গিল। দ্রাবিড়ের ছত্রছায়ায় থেকেই বিকাশ হয় গিলের।

বিরাটের কেরিয়ারেও অবদনা রয়েছে দ্রাবিড়ের। শেষ কিছু বছর  তাঁর পরামর্শ মেনেই চলেছেন বিরাট। তেইশের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে রেকর্ড গড়েছেন চেজমাস্টার কোহলি।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আগ্রাসী ক্রিকেট খেলার পিছনেও রয়েছে দ্রাবিড়ের মাথা। এ ছাড়া দু'জনের পরমর্শেই এগিয়েছে ভারত।

দ্রাবিড়ের দায়িত্বে থাকাকালীন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ ছাড়া নিউজিল্য়ান্ডের  বিরুদ্ধেও সাফল্য় পায় ভারত।

এ ছাড়া দেশের বাইরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলে দ্রাবিড়ের ভারত। দু'টিতেই সাফল্য পায় টিম ইন্ডিয়া।