নতুন বছরের আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের ১৯ তারিখ দুবাইতে বসবে নিলামের আসর।
তার আগে নিজেদের মতো করে দল গুছিয়ে নেওয়া শুরু করেছে আইপিএল ফ্র্যাঞ্জাইজিগুলো।হাতে এসেছে রিটেনশন তালিকা। এই আবহে জেনে নিন ১০ দলের সম্ভাব্য ক্যাপ্টেন কারা হতে পারেন
গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় এই দায়িত্ব দেওয়া হয়েছে গিলকে
মাহিভক্তদের জন্য বিরাট খুশির খবর! চব্বিশের আইপিএলে খেলবেন মহেন্দ্র ধোনি। সামলাবেন দলের দায়িত্বও