আইপিএল ২০২৪-এ দশ দলের নেতা হতে পারেন কারা?

28 November 2023

নতুন বছরের আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের ১৯ তারিখ দুবাইতে বসবে নিলামের আসর।

তার আগে নিজেদের মতো করে দল গুছিয়ে নেওয়া শুরু করেছে আইপিএল ফ্র্যাঞ্জাইজিগুলো।হাতে এসেছে রিটেনশন তালিকা। এই আবহে জেনে নিন ১০ দলের সম্ভাব্য ক্যাপ্টেন কারা হতে পারেন

গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় এই দায়িত্ব দেওয়া হয়েছে গিলকে

মাহিভক্তদের জন্য বিরাট খুশির খবর! চব্বিশের আইপিএলে খেলবেন মহেন্দ্র ধোনি। সামলাবেন দলের দায়িত্বও

সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন এইডেন মার্কব়্যাম। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নজর কেড়েছেন তিনি। আইপিএলেও সোনা ফলাবেন

শিখরেই ভরসা পঞ্জাব কিংসের। তাই প্রীতি জিন্টার দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের হাতে

 রাজস্থান রয়্যালসের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সঞ্জু স্যামসন। জাতীয় দল আস্থা না রাখলেও রাজস্থান রয়্যালস এই তারকার উপর আস্থা রেখেছে

চব্বিশের আইপিএলের নিলামে সবচেয়ে ধনী হয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।আরসিবিকে নেতৃত্ব দিতে পারেন ফাফ ডু’প্লেসি

কেকেআরের অধিনায়ক হিসেবে হয়তো দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। আগেও দলের দায়িত্ব সামলেছেন শ্রেয়স। ফের হয়তো দায়িত্ব সামলাবেন

দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। এমনটাই বলে আসছেন রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়রা

লখনউ সুপার জায়ান্টসকে পথ দেখাবেন লোকেশ রাহুল। এ বার জাতীয় দলের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটারই সামলাবেন ডি'ককদের

মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এ বার রোহিত-হার্দিক জুটিতে কামাল করতে চলেছে নীতা আম্বানির এমআই