ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন যে সব আফগান তারকারা
বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপব সফর শুরু করেন আফগানরা। এ বার ভারতের সঙ্গে মুখোমুখি হওয়াপর পালা
যেহেতু হার দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে আফগানরা, তাই ভারতকে এই ম্যাচে হারিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। আফগানিস্তানের হয়ে নজরে থাকবেন কারা?
প্রথমেই নজর থাকবে রহমানউল্লা গুরবাজের দিকে। বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলেছেন। আশা থাকবে এই ম্য়াচেও সেই ধারা অব্যাহত থাকবে
এরপরই নজর কাড়বেন আফগান অলরাউন্ডার রশিদ খান। অভিজ্ঞ প্লেয়ার তিনি। আগের ম্য়াচ থেকে শিক্ষা নিয়েই এ বার ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন
দলের অধিনায়ক হসমতুল্লা শাহিদির দিকেও সমান নজর থাকবে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেকে আরও একবার প্রমাণ করতে চাইবেন
ভারতের বিপক্ষে বাড়তি নজরে থাকবে নবীন উল হক। বিরাট কোহলির সঙ্গে ঝামেলার পর প্রথম বার মুখোমুখি হবেন। আশা থাকবে ভালো খেলবেন
আফগানদের হয়ে নজর কাড়তে পারেব মুজিব উর রহমান। বয়স অল্প। জেদ ও চেষ্টা দুই-ই কাজে লাগিয়ে কিছু করে দেখাতে পারেন
আরও নজরে থাকবেন ফজলহক ফারুকি। আগের ম্য়াচে লিটন দাসকে ফেরান। ভারতের বিরুদ্ধেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই তরুণ প্লেয়ার