মুম্বইয়ে অস্ট্রেলিয়া-আফগানিস্তান দ্বৈরথ, নজরে কোন তারকারা?
07 November 2023
তেইশের বিশ্বকাপ প্রায় শেষের পথে। দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষে এলে পৌঁছেছে টুর্নামেন্ট। ৩৯ তম ম্য়াচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান
টানা পাঁচ ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তানের জায়গা হয়েছে ছয় নম্বরে। আজকের ম্যাচে দুই দলের হয়ে নজরে থাকবেন কোন তারকারা?
অস্ট্রেলিয়ার হয়ে নজরে থাকবেন ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই ম্য়াচেও তার অন্যথা হবে না
এ ছাড়া অজি শিবিরে নজরে থাকবেন স্টিভ স্মিথ। যেকোনও ম্যাচেই স্মিথের মতো ক্রিকেটারদের উপস্থিতি দলকে ভরসা জোগায়
অস্ট্রেলিয়ার হয়ে অবশ্যই নজরে থাকবেম অ্যাডাম জাম্পা। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শুরু থেকে। আফগানদের ভয়ের কারণ হতে পারেন
আফগানিস্তানের হয়ে নজরে থাকবেন অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্য়ক্তিগত পারফরম্যান্সে জোর দেবেন তিনি
এ ছাড়া নজর থাকবে রহমত শাহর দিকে। আগের ম্যাচে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন। এই ম্য়াচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
আফগানদের হয়ে নজর কাড়তে পারেন মহম্মদ নবি। আগের ম্য়াচে ডাচদের ৩ উইকেট নেন। অজিদের ফেরাতে বড় ভূমিকা রাখতে পারেন