ডাচদের বিরুদ্ধে ঝড় তুলতে পারেন যে সব কিউয়িরা
09 October 2023
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড। পরবর্তী পরীক্ষা ডাচদের সঙ্গে। এই ম্যাচে নজর কাড়তে পারেন কোন কিউয়ি তারকারা?
প্রথম ম্য়াচে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছেন ডেভন কনওয়ে। ১৫২ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচেও নিজেকে ধরে রাখার চেষ্টা থাকবে
বিশ্বকাপের প্রথম ম্যাচে নজর কাড়েন তরুণ কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র। একাই করেন ১২৩ রান। ডাচদের বিরুদ্ধেও ফর্মে থাকবেন
আশা ছিল জ্বলে উঠবেন, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্য়াচে রানের খাতা খুলতে পারেননি উইল ইয়ং। পরবর্তীতে সাফল্য পেতে মরিয়া হয়ে উঠবেন
যেকোনও বড় ম্যাচে ড্যারল মিচেলের মতো অভিজ্ঞ প্লেয়ারদের উপস্থিতি, দলের শক্তি বাড়ায়। দলের চালিকাশক্তি হয়ে উঠতে পারেন তিনি
নজর থাকবে দলের অন্যতম সেরা বাঁ-হাতি পেশার ট্রেন্ট বোল্ড। আগের ম্যাচে । এই ম্য়াচেও ভালো লড়াই করতে পারেন
আগের ম্যাচে ভালো পারফর্ম করেছেন ম্যাট হেনরি। পরবর্তীতেও নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন আশা করা যায়
নজর থাকবে দলের অধিনায়ক টম ল্য়াথামের দিকে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করবেন
ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল স্যান্টনার। পরবর্তীতেও নিজেকে ধরে রাখার চেষ্টা থাকবে
আরও পড়ুন