ইংলান্ড-আফগানিস্তান ম্যাচে দলের ভরসা কোন প্লেয়াররা?
১৫ই অক্টোবর,রবিবার,দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপ -এর ১৩ তম ম্যাচে মুখোমুখি, জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড ও আফগানিস্তান।দুই দলই ২টি করে ম্য়াচ খেলেছে এখনও পর্যন্ত
আফগানরা তার মধ্য়ে একটিতেও জয় পায়নি। অন্য়দিকে শুরুতে হারলেও, পরের ম্য়াচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় থ্রি লায়ন্সরা। এ বার মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। এই ম্যাচে নজর কাড়বেন কোন তারকারা?
ইংল্য়ান্ড শিবিরে প্রথমেই নজর কাড়বেন ডেভিড মালান। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৪০ রান করেন। আফগানদের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন
আরও নজর থাকবে জো রুটের দিকে। আগের ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। এই ম্যাচেও তাঁর উপর আস্থা রাখবে দল
বাংলাদেশের ৪ উইকেট একাই নেন রিস টোপলে। এই ম্যাচেও নিঃসন্দেহে আফগানদের বড় ভয়ের কারণ হতে চলেছেন তিনি
আফগান শিবিরে প্রথমেই নজর থাকবে অধিনায়ক হসমাতুল্লা শাহিদির দিকে। গত ম্য়াচে ভারতের বিরুদ্ধে ফর্মে ছিলেন। এই ম্যাচেও নিজেকে ধরে রাখতে চাইবেন
আরও নজর থাকবে আজমাতুল্লা ওমারজাইয়ের দিকে। আগের ম্য়াচে ভালোই ফর্মে ছিলেন। বাটলারদের বিরুদ্ধে দলের অন্যতম ভরসা তিনি
আফগান শিবিরে ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কাড়তে পারেন রশিদ খান। আগের ম্যাচে ভারতের ২ উইকেট তাঁরই নেওয়া। এই ম্যাচেও নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন