বাংলাদেশ বনাম ইংল্য়ান্ড ম্যাচে নজর কাড়তে পারেন যে সব তারকারা
10 October 2023
বিশ্বকাপের মঞ্চে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ধর্মশালায় আজ, মঙ্গবার দুই দলেরই বড় পরীক্ষা। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড
অন্যদিকে আফগানদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু হয়েছে বাংলাদেশের। দুই দলই স্বাভাবিকভাবে জিততে মরিয়া হয়ে উঠবে। দুই দলেই নজর থাকবে কাদের উপর?
ইংল্যান্ডের অন্য়তম ভরসা জস বাটলার। আগের ম্যাচে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এই ম্যাচেও নিজেকে প্রমাণ করবেন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো রান পেয়েছিলেন জো রুট। এবারের ওডিআই বিশ্বকাপের জন্য তিনি হলেন ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার
নজর থাকবে আরও এক বোলার মইন আলির দিকেও।প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁর কাছে অভিজ্ঞতা রয়েছে। এই ম্য়াচে তাই সামলে ওঠার চেষ্টা করবেন।
বাংলাদেশের হয়ে নজর কাড়বেন অধিনায়ক সাকিব উল হাসান। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচের রঙ বদলে দিতে হয়, তা তার জানা
ফর্মে রয়েছেন বাংলাদেশের বোলার শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬.২ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। এই ম্য়াচেও নিজেকে ধরে রাখবেন
এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিরুদ্ধে ৫৯ করে অপরাজিত থাকেন। থ্রি লায়েন্সদের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন