মুখোমুখি ইংল্যান্ড-নেদারল্যান্ডস, নজরে কোন তারকারা?
08 November 2023
দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষের দিকে এসে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ। সেমিফাইনালের রাস্তা পাকা করতে মরিয়া দলগুলি
এ বার পরীক্ষা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। দুই দলেরই এ বারের বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ। নিয়মরক্ষার ম্যাচে নামার আগে দেখে নিন দুই শিবিরের হয়ে নজর কাড়বেন কোন তারকারা
ইংল্যান্ডের হয়ে নজরে থাকবেন জস বাটলার। দলকে নেতৃত্ব দেওয়ার পাশপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দেবেন বাটলার
এ ছাড়া অবশ্যই নজর থাকবে বেন স্টোকসের দিকে। স্টোকস যদি জ্বলে ওঠেন স্বাভাবিকভাবেই চাপ বাড়বে ডাচদের
ইংরেজদের হয়ে নজরে থাকবেন ক্রিস ওকস। শুরুত থেকেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। এই ম্য়াচেও তার অন্যথা হবে না
ডাচদের হয়ে নজর থাকবে ম্যাক্স ও'ডাউডের দিকে। আগের ম্য়াচে আফগানদের বিরুদ্ধে ছন্দে ছিলেন। এই ম্য়াচেও সেই চেষ্টা জারি থাকবে
এ ছাড়া নজর থাকবে বাস ডি লিডের থেকে। ডাচদের অন্যতম ভরসা ডি লিড। এই ম্যাচেও দলকে ভরসা জোগাবেন
নেদারল্যান্ডসের হয়ে নজর থাকবে লোগান ভ্যান বিকের দিকে। ইংরেজদের ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভ্যান বিক, এমনটাই আশা থাকবে