ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ! নজরে কোন তারকারা?
05 November 2023
দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষের দিকে তেইশের বিশ্বকাপ। এ বার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে এই দুই দল।
সাত ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে সাত ম্যাচের ৬ টি জয় প্রোটিয়াদের। এ বার এই ম্যাচে দুই দলের হয়ে নজরে থাকবেন কোন তারকারা?
ভারতের হয়ে প্রথমেই নজরে থাকবেন ওপেনিং জুটি রোহিত শর্মা ও রোহিত শর্মার দিকে। দলের হয়ে এই ম্য়াচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তাঁরা
এ ছাড় অবশ্যই নজর থাকবে বিরাট কোহলির দিকে। যে কোনও পরিস্থিতি দলেক বড় কিছু এনে দিতে পারেন চেজ মাস্টার। প়্রোটিয়াদের বিরুদ্ধেও তার অন্যথা হবে না
আরও নজরে থাকবেন মহম্মদ সামি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে সামি। এছাড়া নজর থাকবে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের দিকেও
প্রোটিয়া শিবিরে নজরে থাকবেন কুইন্টন ডি কক। তেইশের বিশ্বকাপে দলের অন্যতম ভরসা ডি কিক। ভারতের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন
এ ছাড়া ন়জরে থাকবেন এইডেন মার্কব়্যাম। শুরু থেকেই দলের হয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই ম্যাচেও জ্বলে উঠতে পারেন
বোলারদের মধ্যে নজর কাড়বেন মার্কো জানসেন। আগের ম্য়চে নিউজিল্যান্ডের ৩ উইকেট নেন। আরও নজর থাকবে কেশব মহারাজের দিকেও