টানা ছয় ম্যাচে ছক্কা! সাফল্যের ঝুড়ি ভরছে টিম ইন্ডিয়ার। এ বার লক্ষ্মীবারে লঙ্কান বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি
অন্যদিকে চোট আতঙ্কে জর্জরিত শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ছয় ম্য়াচের মাত্র দুটিতে সাফল্যের দেখা পেয়েছেন কুশল মেন্ডিসরা। দুই দলের হয়ে নজরে থাকবেন তারকারা?
ভারতের হয়ে অবশ্য়ই নজর থাকবে অধিনায়ক রোহিত শর্মার দিকে। শুরু থেকেই ফর্মে রয়েছেন। আগের ম্য়াচেও ৮৭ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন
অবশ্যই নজরে থাকবে বিরাট কোহলি। আগের ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে খালি হাতে ফেরেন। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে ওঠার অপেক্ষায়
ভারতীয় শিবিরে নজর থাকবে জসপ্রীত বুমরা ও মহম্মদ সামির দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক তাঁরাই। এ ম্যাচেও প্রতিপক্ষর ভয়ের কারণ হবেন
শ্রীলঙ্কার হয়ে নজরে থাকবেন কুশল মেন্ডিস। শুরু থেকেই ছন্দে রয়েছে কুশল। আগের ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ম্যাচেও তার অন্যথা হবে না
এ ছাড়া নজরে থাবেন পাথুম নিশঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে দলের হয়ে সর্বাধিক রান করেন। ভারতের বিরুদ্ধে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
লঙ্কানদের হয়ে নজরে থাকবেন দিলশন মধুশঙ্কা। আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুই উইকেটের দেখা পান। ভারতের বিরুদ্ধেও উইকেটের সন্ধানে নামবেন