02 November 2023

নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে 

দেখতে-দেখতে  ৩৪ তম ম্য়াচে পা দিচ্ছে তেইশের বিশ্বকাপ। একের পর এক হাড্ডাহাড্ডি ম্য়াচ উপহার দিয়ে চলেছে দলগুলি

এ বার পরীক্ষা নেদারল্যান্ডস ও আফগানিস্তানের। তথাকথিত বড় দলগুলিকে পিছনে ফেলে এগোচ্ছে আফগানরা। জয়ের হ্য়াটট্রিকের সন্ধানে রশিদ খানরা। এই ম্যাচে দুই দলের হয়ে নজর থাকবেন কোন তারাকারা?

নেদারল্যান্ডসের হয়ে নজরে থাকবেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দেবেন

ওয়েসলি বারেসির দিকেও নজক থাকবে। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ম্যাচেও সেই চেষ্টা জারি থাকবে

এ ছাড়া নজর থাকবে পল ভ্য়ান মেকেরানের দিকে। আগের ম্য়াচে ডাচদের জয়ের নেপথ্য নায়ক পলই। আফগানদের রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন

আফগান  শিবিরে প্রথমেই নজর থাকবে অধিনয়াক হসমতউল্লাহ শাহিদির দিকে। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিলেন। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ইনিংসে জোর দেবেন

আফগানদের হয়ে অবশ্য়ই নজর কাড়বেন ফজলহক ফারুকি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন

আফগানিস্তানের হয়ে নজরে থাকবেন আজমতউল্লাহ ওমরজাই। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে এগিয়েছেন অনেকটা। সেই চেষ্টা এই ম্যাচেও জারি থাকবে