21 October 2023

ডাচদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ভরসা হতে পারে কারা জানেন?

শনিবার ক্রিকেট প্রেমীদের জন্য বড় চমক। ডাবল হেডার ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা

দুই দলই বেশ পিছিয়ে। এই ম্যাচে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা শিবিরে নজর কাড়বেন কোন তারকারা?

নেদারল্যান্ডসের হয়ে প্রথমেই নজর কাড়তে চলেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ড। শুরু থেকেই ছন্দে আছেন তিনি। এই ম্য়াচেও জ্বলে উঠতে পারেন

ডাচ শিবিরে নজর কাড়তে পারেন ওপেনিং ব্য়াটার বিক্রমজিৎ সিং। শুরু থেকে ফর্মে ছিলেন। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে লঙ্কানদের বিরুদ্ধে দারুণ লড়াই দিতে পারেন

এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বাস ডি-লিড। চলতি বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে অবশ্যই নজরে থাকবেন উইকেট কিপার ব্য়াটার কুশল মেন্ডিস। প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারেন কুশল

আরও নজর থাকবে কুশল পেরেরার দিকেও। যে কোনও সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন তিনি। ডাচদের ভয়ের কারণ হতে পারেন

চোখ থাকবে ধনঞ্জয় ডি-সিলভার দিকে। দক্ষ লঙ্কান অলরাউন্ডার তিনি। যে কোনও ম্য়াচে তাঁর মতো দক্ষ প্লেয়ারের উপস্থিতি দলকে ভরসা জোগায়