নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচে, এগিয়ে যে সব ডাচ তারকারা

09 October 2023

পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নেদারল্যান্ডস।বাছাই পর্বে নিজেদের প্রমাণ করে ১২ বছর পর বিশ্বকাপের হাতছানি এসেছে ডাচদের কাছে

সোমবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ডাচদের দ্বিতীয় পরীক্ষা। এই ম্য়াচে নজরে থাকবেন কোন-কোন তারকারা?

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাবর আজমদের বিরুদ্ধে ভালো লড়াই করেছেন পেস বোলিং অলরাউন্ডার বাস ডি-লিড। পাকিস্তানের ৪ টি উইকেট নেন। রান করেছেন ৬৭। এই ম্য়াচেও নিজেকে মেলে ধরতে চাইবেন

নজর থাকবে তরুণ ব্যাটার বিক্রমজিৎ সিংয়ের দিকে। ডাচদের বড় ভরসা তিনি। প্রথম ম্য়াচে হাফ সেঞ্চুরির পর নিজেকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবেন

পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে খেলতে পারেননি ডাচদের অধিনায়ক স্কট এডওয়ার্ড। তাই এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে অবশ্য়ই মরিয়া হয়ে উঠবেন

বাবরদের বিরুদ্ধে বিশ্বকাপের শুরুটা ভলো হয়নি ম্য়াক্স ও দাউদের। তাই কিউয়িদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন

আগের ম্যাচে ভালোই পারফর্ম করেছেন ডাচ অলরাউন্ডার লোগান ভ্যান বিক। ২৮ রানে অপরাজিত থাকেন। ফাকার জামানকে ফেরান তিনি। এই ম্য়াচেও জ্বলে ওঠার সম্ভাবনা প্রবল

ভারতের মাটিতে ডাচদের অন্যতম ভরসা কলিন অ্যাকারম্যান। আগের ম্য়াচের ২ উইকেট নেন। আরও একবার  বিশ্বকাপের মঞ্চে চমক দেখাতে চাইবেন। কিউয়িদের ভয়ের কারণ হতে পারেন

মহেন্দ্র সিং ধোনিকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন আর্য দত্ত। চলতি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন