পাকিস্তানের ভয়ের কারণ হতে পারেন শ্রীলঙ্কার যে সব প্লেয়াররা
10 October 2023
মঙ্গলবার দর্শকদের জন্য থাকছে দুটি ম্যাচ উপভোগ করার সুযোগ। দিন শুরু হচ্ছে ধরমশালায় ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয়ার্ধে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা
এ বারের বিশ্বকাপে দুই দলের সূচনাটা হয়েছে দু'রকম ভাবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮১ রানের ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ডাহা হারা হাকে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে দুই দলের হয়ে নজর কাড়বেন কারা?
প্রথম ম্যাচে ডাচদের বিরুদ্ধে ভালো ছিল না পাক অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স। মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তাই আজকের ম্যাচে নিজেকে প্রমাণ করতে চাইবেন
নজরে থাকবেন মহম্মদ রিজওয়ান। সাদা বলের ফরম্যাটে তিনিই বাবরদের 'ক্রাইসিস ম্যান।'এই ম্য়াচেও প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারেন
আরও নজর থাকলে দলের পেসার বাহিনী শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং হাসান আলির দিকেও। অলরাউন্ডার হিসেবে এগিয়ে থাকছেন শাদাব খান এবং মহম্মদ নাওয়াজ
শ্রীলঙ্কা শিবিরে প্রথমেই নজর থাকবে পাথুম নিশাঙ্কার দিকে। তাঁর থেকে বড় রানের প্রত্যাশা থাকবে। নিজেকে প্রমাণ করার লক্ষ্যে নামবেন
শ্রীলঙ্কার প্রধান ব্যাটিং ভরসা কুশল মেন্ডিস। দলের হয়ে নজর কাড়তে পারেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন তিনি
স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগের দিকেও থাকবে বিশেষ নজর। দলকে জেতাতে মরিয়া হয়ে উঠতে পারেন তিনি
এই ম্যাচে শ্রীলঙ্কা আস্থা রাখছে তিন পেসারে। গত ম্যাচের দুঃস্বপ্ন কাটিয়ে পথিরানা,রাজিথা ও মাদুশাঙ্কার বলেই জয় পাওয়ার চেষ্টা করবে শ্রীলঙ্কা