eiden

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, দুই দলে এগিয়ে কাঁরা?

07 October 2023

চলতি ওডিআই বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি  বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের কোন সেরার সেরাদের দিকে নজর থাকবে?

প্রথমেই আসা যাক দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমার দিকে। চলতি বছর ওয়ান ডে-তে দারুণ ছন্দে ছিলেন তিনি। তাই দলকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান। ক্যাপ্টেন হিসেবে প্রথম বিশ্বকাপে তাই বাড়তি দায়িত্ব

কাগিসো রাবাডা হলেন বিশ্বের অন্যতম সেরা পেশার। এছাড়াও আইপিএলের সফল বোলার তিনি। পিচ যেমনই হোক সবরকম পরিস্থিতিতেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি

কুইন্টন ডি-কক বিশ্বকাপের আগে ঘোষনা করেছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এরপরেই অবসর নেবেন বলে স্থির করেছেন। শেষ বিশ্বকাপে তাই জ্বলে উঠতে পারেন

লিজাড এডেন মার্কারাম এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আইপিএলে খেলার সুবাদে ভারতের পিচ তাঁর চেনা।স্পিনার হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন

শ্রীলঙ্কা দলে প্রথমেই নজর থাকবে দাসুন শনাকার দিকে। ভারতীয় পিচে স্লো বোলিংয়ের গুরুত্ব রয়েছে। এশিয়া কাপে লজ্জাজনক ভাবে হেরেছেন। তাই এবার ঘুরে দাঁড়াতে চাইবেন

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অন্যতম অস্ত্র মাথিসা পাথিরানা। মাহির নেতৃত্বে খেলার সুবাদে অল্প বয়সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তার ই বহিঃপ্রকাশ হতে পারে এই ম্যাচে

ধনঞ্জয় ডি সিলভা অভিজ্ঞ প্লেয়ার। ব্যাটিং ও স্পিন সবেতেই কামাল করার ক্ষমতা রাখেন তিনি। তাই এই ম্যাচ জেতাতে বড় লড়াই দিতে পারেন। অবশ্যই নজর থাকবে তাঁর দিকে