অজিদের বিরুদ্ধে ঝড় তুলতে পারেন যে সব ভারতীয় তারকারা 

7 October 2023

এক কথায় জমে উঠেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। ভারতের যাত্রা শুরু কাল। অজিদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন কারা?

প্রথমেই নজর থাকবে অধিনায়ক রহিত শর্মার দিকে। বিশ্বকাপের আগে ছন্দে ফিরেছেন তিনি। গত বিশ্বকাপেও ৫টি শতরান ছিল হিট ম্যানের। এবারও সেই  ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি

বিরাট কোহলিকে ভারতীয় ব্যাটিং লাইমের স্তম্ভ বললে ভুল বলা হবে না। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও সেঞ্চুরি করেন। অজিদের বিরুদ্ধে তাঁর ট্র্য়াক রেকর্ড বরাবরই ভালো।  তাই নজরে থাকবেন তিনি

গিলের পরীবর্ত হিসেবে রোহিতের সঙ্গে ওপেনিং-এ নামতে পারেন। বিরাটের পর মিডল অর্ডারে নজর কাড়তে পারেন ঈশান কিষাণ। বড় দায়িত্ব সামলাতে বাড়তি চাপ থাকবে। নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন

বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম হলেন   হার্দিক পান্ডিয়া।মারকাটারি ব্যাটিং ও মিডিয়াম পেস বোলিং-কে হাতিয়ার করে অজিদের যেকোনও সময় রুখে দিতে পারেন

দলের অন্য়তম সেরা স্পিনার রবীন্দ্র জাডেজা। সাম্প্রতিক কালে লাল বলের ক্রিকেটে ফর্মে থাকলেও সাদা বলে ছন্দ হারিয়েছন। নিজেকেব প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তিনি

বড় ম্যাচে রবীচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনাররা থাকা দলের শক্তি বাড়ায়। বিশ্বকাপে শেষ মুহূর্তে দলে ঠাঁউ পেয়েছেন। নিজেকে মেলে ধরতে চাইবেন

এশিয়া কাপে ভালো খেলেছেন। ছন্দে রয়েছেন কুলদীপ যাদব। স্পিন অ্য়টাকে রোহিতদের অন্যতম সেরা অস্ত্র তিনি। অজিদের বিরুদ্ধে ফের জাত চেনাতে পারেন

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে জসপ্রীত বুমরাকে। চোট সারিয়ে বিশ্বকাপের ময়দানে পুরনো ছন্দে ফিরতে পারেন তিনি