বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জয় যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না
এ বার ভারতের দিল্লি চলো অভিযান। মুখোমুখি আফগানিস্তান। এই ম্যাচে নজর থাকবে কোন-কোন ভারতীয় তারকার দিকে?
প্রথমেই নজর থাকবে বিরাট কোহলির দিকে। আগের ম্যাচে কঠিন সময় একশো শতাংশ দিয়ে দলকে রক্ষা করেছেন। এই ম্য়াচেও নিজেকে ধরে রাখবেন
এরপর নজর থাকবে কে এল রাহুলের দিকে। দুর্দান্ত কামব্যাক রাহুলের। কোহলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জয় এনে দিয়েছেন আগের ম্যাচে। আফগানদের বিরুদ্ধেও সেই ধারা অব্য়াহত থাকবে
নজর থাকবে দলের অধিনায়ক রোহিত শর্মার দিকে। আগের ম্যাচে খালি হাতে ফেরেন। এই ম্যাচে নিজেকেব প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন
যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন রবীন্দ্র জাডেজা। একাই অজিদের ৩ উইকেট নেন। তবে আফগানদের বিরুদ্ধে জাডেজার জায়গায় কুলদীপ যাদবকে ভাবতে পারে টিম
আফগানদের বিরুদ্ধে এক্স ফ্যাক্টর মহম্মদ সিরাজ। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। আফগান বাহিনিকে যে কোনও সময় রুখে দিতে পারেন
নজরে থাকবে জসপ্রীত বুমরার দিকে। তাঁর বলের সামনে মাথা তুলে দাঁড়ানো কঠিন। প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে উঠবেন