বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার
24 November 2023
জীবনের নতুন ইনিংসের শুরু করলেন ক্রিকেটার নভদীপ সাইনি। দীর্ঘদিনের বান্ধবী স্বাতী আস্থানের সঙ্গে নতুন জীবনের শুরু করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। নতুন নয় স্বাতীর সঙ্গে বহুদিবনের সম্পর্ক তাঁর। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন দু'জনে।
স্বাতী পেশায় একজন ইউটিউবার। ফ্যাশন, জীবনধারা, ট্রাভেল নিয়ে ব্লগ করেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নভদীপ লিখছেন, 'তোমার সঙ্গে প্রতিটা দিনই ভালোবাসার। আজকে থেকে নতুনভাবে সবটা শুরু হল।
ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন নভদীপ। ২০১৯ সালে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ৮ টি ওডিআই ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
ভারতের জার্সিতে বর্ডার গাভাসকর ট্রফিতেও অংশ নিয়েছেন নভদীপ। ২০২১ সালে ভারতীয় দলের সঙ্গে রিজার্ভ বোলার হয়ে অস্ট্রেলিয়া সফরেও যান।
তবে সম্প্রতি ভারতীয় দল থেকে ব্রাত্য তিনি। কোথাও আর সেভাবে ডাক পান না। তবে আইপিএলের মাঠে নজর কাড়েন তিনি।
প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলেরর হয়ে খেলতেন। পরে ২০২২ থেকে খেলছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
আরও পড়ুন