18 December 2023
চব্বিশের আইপিএলে ১০ দলকে নেতৃত্ব দেবেন কারা?
credit: -X
TV9 Bangla
শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। রাত পোহালেই নিলাম। দুবাইয়ের নিলাম ঘরে ভাগ্য নির্ধারণ হবে ৩৩ ক্রিকেটারদের।
একের পর এক বদল আসছে আইপিএলে। দল বদল থেকে অধিনায়ক বদল হচ্ছে সবই। এই আবহে জেনে নিন আইপিএলের ১০ দলের অধিনায়কত্ব সামলাবেন কারা?
কেকেআরকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন নীতীশ রানা। আর মেন্টরের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর।
সেই ২০০৮ সাল। শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন বছরেও তিনিই থাকছেন দায়িত্বে।
নতুন বছরে বড় চমক। মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। অধিনায়কের দায়িত্ব থেকে ছুটি পেয়েছেন রোহিত শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন ফ্যাফ ডু প্লেসি। একবারও আইপিএল জেতেনি বিরাটের দল। এ বার সেই লক্ষ্যেই নামবে তারা।
সানরাইজার্স হায়াদ্রাবাদকে নেতৃত্ব দেবেন প্রোটিয়া তারকা এইডেন মার্কব়্যাম। এ ছাড়া পঞ্জাব কিংসের নেতা হবেন শিখর ধাওয়ান।
নতুন বছরে আইপিএল দিয়েই বাইশগজে কামব্যাক করবেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের নেতা হয়েই ফিরবেন ঋষভ।
২০২৪ আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। অন্যদিকে লখনইউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
গুজরাট টাইটান্স ছেড়ে ঘর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক। তাঁর পরিবর্তে গুজরাটের দায়িত্ব শুভমন গিলের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের দায়িত্বে থাকবেন শিখর ধাওয়ান। তাঁর নেতৃত্বেই মাঠে নামবে পঞ্জাব।
লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাতীয় দলের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল।
আরও পড়ুন