13 December 2023
কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কেন পছন্দের জুতো কিনতে পারেন না মিলার?
credit: X
TV9 Bangla
গোটা বিশ্বজুড়ে ক্রিকেট নিয়ে উন্মাদনা নতুন নয়। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সারা বছর যাঁরা ক্রিকেট উপভোগ করেন।
যার ফল ধরা পড়েছে গুগল সার্চে। সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে গুগল। যাতে রয়েছেন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটাররা।
২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে বিরাট কোহলির নাম। প্রায় ১৬.০২ লক্ষ বার সার্চ হয়েছে তাঁর নাম।
বিরাটের পর এই তালিকায় রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের নামও ব্যাপকভাবে সার্চ হয়েছে গুগলে।
হিটম্যানের পর গুগল সার্চে উঠে এসেছেন ভারতের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির ভক্ত সংখ্যা সারা বিশ্বজুড়ে।
গুগলের সার্চ তালিকায় রয়েছে প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সও। ২০২৩ সালে তাঁৎ নাম গুগলে রেকর্ড সার্চ হয়েছে
ক্রিকেট থেকে বহুদিন আগে অবসর নিয়েছেন। কিন্তু নামটা যে সচিন। তাই এখনও তাঁক নামে সার্চের বন্যা গুগলে। রোহিতের পরই রয়েছেন মাস্টার ব্লাস্টার।
এই তালিকায় রয়েছেন ভারতের ভরসাযোগ্য উইকেট কিপার ব্যাটার কেএল রাহুলও। গুগলের পেশ করা তালিকায় রয়েছেন তিনিও।
আরও পড়ুন