Preity Punjab

20  December 2023

কেমন দল সাজাল প্রীতির পঞ্জাব?

Credit - IPL Website

TV9 Bangla

image
Preity Punjab Auction

শেষ হল আইপিএলের মিনি নিলাম। সবশেষে এক নজরে  জেনে নিন প্রীতি জিন্টার পঞ্জাব কিংস কেমন দল সাজাল?

আরসিবি হর্ষল প্যাটেলকে ছেড়ে দিয়েছিল গত কয়েক বছরে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হর্ষল। ১১.৭৫ কোটি টাকায় হর্ষল প্যাটেলকে দলে নিল পঞ্জাব।

আরসিবি হর্ষল প্যাটেলকে ছেড়ে দিয়েছিল গত কয়েক বছরে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হর্ষল। ১১.৭৫ কোটি টাকায় হর্ষল প্যাটেলকে দলে নিল পঞ্জাব।

রাইলি রুসোও এ বার লাল জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন। প্রোটিয়া ব্যাটারকে ৮ কোটি টাকায় কিনল প্রীতির দল।

রাইলি রুসোও এ বার লাল জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন। প্রোটিয়া ব্যাটারকে ৮ কোটি টাকায় কিনল প্রীতির দল।

শুরু থেকেই ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসের দিকে নজর ছিল পঞ্জাবের। অবশেষে ৪.২ কোটিতে ওকসকে কিনেছে পঞ্জাব কিংস।

ভারতীয় অলরাউন্ডার তনয় ত্যাগরাজনকে দলে নিল প্রীতি জিন্টার পঞ্জাব।  ত্যাগরাজনকে বেস প্রাইস ২০ লক্ষ টাকাতে কিনেছে প্রীতিরা।

ভাগ্য খুলল বিশ্বনাথ প্রতাপ সিংকে দলে নিয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব। তাঁকে জলের দরে পেয়েছে প্রীতিরা। ২০ লক্ষ টাকায় বিকোলেন প্রতাপ।

ভারতীয় অলরাউন্ডার আশুতোষ শর্মাকে কম দামে কিনতে ঝাঁপিয়েছিল পঞ্জাব। অবশেষে বেস প্রাইস ২০ লক্ষতেই তাঁকে দলে নিয়েছে পঞ্জাবের দলটি।

পঞ্জাবের চোখ ছিল শশাঙ্ক সিংয়ের দিকে। বেস প্রাইস ২০ লক্ষতেই তাঁকে দলে নিতে সমর্থ হয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।

বোলারদের মধ্যে  প্রিন্স চৌধুরিকে কিনেছেন প্রীতিরা। পঞ্জাবের জার্সিতেই আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করবেন প্রিন্স।