দেখতে-দেখতে শেষবেলায় এসে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ। হাতে আর সেমিফাইনাল ও ফাইনাল। তারপর সেই চার বছরের অপেক্ষা
যেকোনও বিশ্বকাপ মানেই এক রাশ মুহূর্ত। তার মধ্য়ে অবশ্যই থেকে যায় নানা মজার মুহূর্তরা। এ বার বিশ্বকাপে তেমনই কিছু মজার ঘটনার কথা জেনে নিন
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান
এই ম্যাচে ঘটে একটি মজার ঘটনা। মধ্য গগনে চলছে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ। ঠিক সেই সময় যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সেকেন্ডের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায়
এমনকী বেশ কয়েক মিনিট স্কোর বোর্ড দেখানোও বন্ধ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই অনেকের মধ্য়েই কৌতুহল দেখা দেয়, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল স্কোর দেখানো
সেই সময় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। ধারাভাষ্য দিতে দিতেই তিনি স্কোর বোর্ড দেখতে না পরেয়ে অবাক হয়ে যান
মজার ছলে বলেন, 'এটা যান্ত্রিক সমস্যার জন্য হয়েছে। ঠিক যেমনটা হয়েছে পাকিস্তানের টপ অর্ডারের।'রামিজের এমন বক্তব্য়ে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়
বিশ্বকাপ মানেই টিকিটের হাহাকার। বন্ধুবান্ধবের কাছে টিকিটের আবদার করে বসেন অনেকেই। এই একই আবদার আসে ক্রিকেটারদের কাছেও
তাই চলতি বিশ্বকাপের আগে, বন্ধুদের আগে থাকতেই টিকিট না চাওয়ার অনুরোধ করেন বিরাট কোহলি। কই অনুরোধ করেছেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও
তেইশের বিশ্বকাপে ঘটে গিয়েছে আরও একটি মজার ঘটনা।বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে ডাগআউটে বসে ঘুমোতে দেখা গিয়েছে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাকে
যদিও বাভুমার দাবি তিনি মোটেই ঘুমাচ্ছিলেন না। এমনভাবে ক্যামেরা তাক করা হয়েছিল তাঁর দিকে যে এমনটা মনে হয়েছে। কিন্তু ঘুমোচ্ছিলেন না তিনি
চলতি বিশ্বকাপে দল যখন চাপে তখন ডাগআউটে বসে খেতে ব্যস্ত ছিলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতেই ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার
দল যখন কঠিন পরিস্থিতিতে, একাদশের বাইরে ছিলেন মিস্টার ৩৬০ ডিগ্রি অর্থাৎ সূর্যকুমার যাদব ডাগ আউটে বসে তখন খেতে ব্যস্ত তিনি। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে এমনই এক দৃশ্য